শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কুড়িগ্রামের দুই উপজেলায়
আজ শনিবার (২৭ ডিসেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিতরণ লাইন সংযোগ
ও উন্নয়ন কাজের কারণে এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
শুক্রবার (২৬ ডিসেম্বর)
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার
হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিদ্যুৎ উন্নয়ন
বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগ স্থাপন এবং জামালপুর পল্লী বিদ্যুৎ
সমিতির ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
এর ফলে শনিবার সকাল ৮টা
থেকে বিকেল ৫টা পর্যন্ত কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
থাকবে। তবে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
এতে সাময়িক অসুবিধার জন্য
গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।