মেঘনায় দুর্ঘটনাকবলিত দুই লঞ্চের রুট পারমিট বাতিল
মেঘনা নদীতে দুর্ঘটনাকবলিত ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ এবং ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের রুট পারমিট
বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পাশাপাশি সংশ্লিষ্টদের
বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ-এর
চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতেই লঞ্চ দুটির রুট পারমিট সাময়িকভাবে
বাতিল করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন
করা হয়েছে। এছাড়া দোষীদের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা করার প্রক্রিয়া চলছে।
এদিকে, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন শুক্রবার সদরঘাট টার্মিনালে
সংরক্ষিত দুর্ঘটনাকবলিত ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চটি পরিদর্শন
করেন। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং
নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে
ঘন কুয়াশার মধ্যে এমভি অ্যাডভেঞ্চার-৯ ও এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ
হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ বর্তমানে
ঢাকার সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে।