দুই লঞ্চ সংঘর্ষের ঘটনায় আটক ৪
চাঁদপুরের মেঘনা নদীতে
যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনায় ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটি আটক করেছে ঝালকাঠি
জেলা পুলিশ। এ সময় লঞ্চটির চারজন কর্মীকেও আটক করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে
তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার
মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় অংশ নিয়ে ঝালকাঠি বিএনপির নেতাকর্মীদের
একটি অংশ ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চে করে ঝালকাঠি ফিরছিলেন।
অন্যদিকে ভোলার ঘোষেরহাট
থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)
রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা থাকায় দুটি লঞ্চের
সংঘর্ষ হয়।
সদরঘাট নৌ থানার ওসি সোহাগ
রানা জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্তত
৬ থেকে ৭ জন আহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা
দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার পর ঝালকাঠি লঞ্চঘাটে
পুলিশ ও নৌ পুলিশের উপস্থিতি দেখা যায়। সংঘর্ষে ‘অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটির সামনের অংশ
দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মৃত্যুর ঘটনায় ঝালকাঠি পুলিশ কিংবা বিআইডব্লিউটিএ
কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
এ বিষয়ে পুলিশ সুপার মিজানুর
রহমান বলেন, ‘সম্রাট-৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার-৯-এর সংঘর্ষ হয়েছে। প্রাথমিকভাবে
জানতে পেরেছি, অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঘাতক হিসেবে চিহ্নিত হওয়ায় এটিকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’