বাংলাদেশি ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূরে মাছ শিকারের সময় ১৩ জেলেকে ধরে নিয়ে
গেছে আরাকান আর্মি।
আটক জেলেরা হলেন-সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ, হামিদ হোসেন,
মো. হামপুরো, জসিম উদ্দিন, হারুন মিয়া ও শামলাপুরের বাসিন্দা মো. হাবিবুল্লাহ। বাকি
সাতজনের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ও দুপুরের দিকে আলাদাভাবে মিয়ানমারের মংডুসংলগ্ন
সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে তাদের আটক করা হয়।
সেন্টমার্টিনের বাসিন্দা জেলে কলিম উদ্দিন জানান, সকালে সেন্টমার্টিন
দ্বীপের দক্ষিণ-পশ্চিমে মিয়ানমারের মংডুসংলগ্ন বঙ্গোপসাগরে কয়েকজন জেলে মাছ শিকার করছিলেন।
এসময় আরাকান আর্মির সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ছয় জেলেকে আটক করে নিয়ে যান। নৌকায়
থাকা মাছ ও জাল জব্দ করেন তারা। পরে দুপুর ১২টার দিকে মাছ ধরে ফেরার পথে আরও একটি ইঞ্জিনচালিত
নৌকাসহ সাত জেলেকে আরাকান আর্মির সদস্যরা আটক করে নিয়ে যান।
স্থানীয় জেলেদের বরাত দিয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল
ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, জেলে আটক হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। তবে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।