উসকানিমূলক কনটেন্ট অপসারণে মেটাকে সরকারের চিঠি
সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা উসকে
দিয়ে নির্বাচন বানচাল ও সংবাদমাধ্যমে হামলার উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে
ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি মেটাকে এ চিঠি
দেয়। একই সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ না হওয়া
পর্যন্ত বাংলাদেশ সংক্রান্ত কনটেন্টে বিশেষ নজরদারি জোরদারের আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, গণতান্ত্রিক
রূপান্তরের পথে থাকা বাংলাদেশে মেটার প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে সহিংসতা উসকে
দেওয়া হচ্ছে, যা বাস্তব সহিংসতায় রূপ নিচ্ছে। এতে সামাজিক উত্তেজনা ভয়াবহভাবে বেড়েছে।
এতে অভিযোগ করা হয়, ফেসবুকে কিছু
ব্যক্তি প্রকাশ্যে সহিংসতা সমর্থন ও গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে হামলার
আহ্বান জানিয়েছেন। এসব উসকানির পর প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও
অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি।
সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ
সত্ত্বেও সহিংসতা উসকে দেওয়া অনেক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে মেটা কার্যকর
সহযোগিতা করেনি বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এ অবস্থায় বাংলাদেশ সংক্রান্ত
কনটেন্টে কমিউনিটি স্ট্যান্ডার্ড কঠোরভাবে প্রয়োগ, বাংলা ভাষাভিত্তিক কনটেন্ট
মডারেশন জোরদার এবং সহিংসতার আহ্বানসংবলিত পোস্টে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মেটাকে
আহ্বান জানানো হয়েছে।
এদিকে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি
শনিবার (২০ ডিসেম্বর) থেকে সহিংসতা ও সন্ত্রাসে উসকানি দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্ট
হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে। প্রাথমিক যাচাই শেষে এসব
অভিযোগ বিটিআরসির মাধ্যমে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে পাঠানো হবে।