নাগরিকদের চলাচলে সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে তীব্র যানজটের আশঙ্কায় আজ শনিবার দুপুরে ঢাকায় চলাচলে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত নিয়মিত বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, যুবনেতা
ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছায়। আজ শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর বেলা
২টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার
কথা রয়েছে। এ কারণে ঢাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি
হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্ত ও পরিকল্পিত
সমাবেশের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
এ প্রেক্ষাপটে দূতাবাস
তাদের নাগরিকদের আজ দুপুরে ঢাকা ও আশপাশের এলাকায় চলাচল পুনর্বিবেচনা করতে বলেছে। প্রয়োজনে
যাতায়াতের সময়সূচি পুনর্নির্ধারণের পরামর্শও দেওয়া হয়েছে। সতর্কবার্তায় আরও বলা হয়,
শান্তিপূর্ণ সমাবেশও যে কোনো সময় সংঘাত বা সহিংসতায় রূপ নিতে পারে এই বিবেচনায় নাগরিকদের
সতর্ক থাকতে হবে। পাশাপাশি যে কোনো ধরনের বিক্ষোভ এড়িয়ে চলতে এবং বড় সমাগমের আশপাশে
অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
দূতাবাস পরিস্থিতি সম্পর্কে
সচেতন থাকতে গণমাধ্যমে প্রকাশিত হালনাগাদ তথ্য পর্যবেক্ষণেরও পরামর্শ দিয়েছে।