জনগণকে সতর্ক করছি, ফাঁদে পা দেবেন না: মাহফুজ আলম
দেশের জনগণকে সতর্ক করে
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘ফাঁদে পা দেবেন না। ’ তিনি
অভিযোগ করেন, কিছু অতি-ডানপন্থী গোষ্ঠী ধ্বংসাত্মক ও নৈরাজ্যকর রাজনীতির মাধ্যমে দেশকে
অস্থিতিশীল করতে সক্রিয়ভাবে কাজ করছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে আটটার দিকে
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, বাংলাদেশকে
বাঁচাতে হলে চরম অতি-ডানপন্থী রাজনীতির উত্থান রোধ করাটা এখন জরুরি জাতীয় দায়িত্ব। একই সঙ্গে তিনি জানান, নিজের রাজনৈতিক নীতি-দায়, মর্যাদা ও দরদের জায়গা থেকে তিনি শক্তিশালী
গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ এবং নিয়মভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে দৃঢ়ভাবে অটল
থাকবেন।
জুলাই আন্দোলন বা দেশপ্রেমের
নামে সহিংসতা ও অরাজকতার যেকোনো চেষ্টা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন সাবেক এই উপদেষ্টা। তিনি জানান, এমন কোনো কর্মকাণ্ডকে তিনি বৈধতা দেবেন না এবং কোনোভাবেই এর কাছে আত্মসমর্পণ
করবেন না। মাহফুজ বলেন, ‘জুলাই মাস থেকে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ, পুনর্গঠন,
আইনের শাসন এবং পুনর্মিলনের রাজনীতির পক্ষে দাঁড়িয়েছি। এটি ছিল শহীদ ওসমান হাদির রাজনৈতিক
পথ, এবং আমি সেই প্রতিশ্রুতিতে অটল।’
তিনি আরও বলেন, শহীদ মিনারে
দেওয়া তার বক্তব্য ছিল ওসমান হাদিকে হত্যাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সরাসরি নিন্দা
এবং একই সঙ্গে ধ্বংস নয় পুনর্গঠনের প্রতি তার নীতিগত অঙ্গীকারের পুনর্ব্যক্তি। শাহবাগের
সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে তিনি ধারাবাহিকভাবে গঠনমূলক রাজনীতি, জবাবদিহিমূলক স্বাধীনতা
এবং অভিন্ন মানবিকতার ভিত্তিতে সহমর্মিতার পক্ষে কথা বলেছেন বলেও উল্লেখ করেন।
তবে শহীদ মিনারে তার বক্তব্য
ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করে মাহফুজ আলম বলেন, সেটি ছিল ‘স্বতঃস্ফূর্ত
অনুভূতির বহিঃপ্রকাশ’ এবং রূপকভাবে বলা। ওই বক্তব্যে হতাশ হওয়া সচেতন নাগরিকদের কাছে
তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
একই পোস্টে তিনি বৃহস্পতিবার
রাতে বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠানে হামলারও তীব্র নিন্দা জানান। মাহফুজ বলেন, দ্য
ডেইলি স্টার, প্রথম আলো, কূটনৈতিক প্রতিষ্ঠানসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর
হামলা ‘জঘন্য’ এবং তা তিনি দ্ব্যর্থহীনভাবে নিন্দা করেন। পাশাপাশি সম্পাদক পরিষদের
সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে লক্ষ্য করে হামলা ও উসকানি নিয়েও ক্ষোভ প্রকাশ
করেন।
আগামী পথচলা প্রসঙ্গে তিনি
বলেন, শহীদ ওসমান হাদির উত্তরাধিকার বিশৃঙ্খলার মাধ্যমে নয়; বরং প্রতিরোধ, পুনর্গঠন
ও গণতান্ত্রিক রূপান্তরের পথে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সম্মান জানানো হবে। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ এবং তার সহযোগীদের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক
সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।’
সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর
প্রতি আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাদের আরও
সতর্ক থাকতে হবে এবং সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তিনি নাগরিকদেরও
শান্ত, সজাগ ও দায়িত্বশীল থাকার অনুরোধ জানান।