যৌথ বাহিনীর ডেভিল হান্ট ফেজ-২: অস্ত্রসহ গ্রেফতার ৯৬৮
‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে চলমান বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় যৌথ বাহিনী ৯৬৮ জনকে গ্রেফতার করেছে। অভিযানে বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব গ্রেফতার ও উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়। একই সময়ে বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ১ হাজার ৭৪ জনকে আটক করা হয়েছে।
উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে একটি শটগান, একটি বিদেশি রিভলবার, একটি পাইপগান, একটি এলজি, আটটি ককটেল, পাঁচটি গুলি, নয়টি কার্তুজ, বিস্ফোরিত ও অবিস্ফোরিত ছয়টি গ্যাস সেল, ১২টি দেশীয় অস্ত্র এবং দুটি বার্মিজ চাকু।
পুলিশ জানায়, জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (১৩ ডিসেম্বর) রাত থেকে এ বিশেষ অভিযান শুরু হয়।
এর আগে, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছিলো। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতেই এ অভিযান অব্যাহত রয়েছে।