ধর্মীয় শিক্ষা নিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেপ্তার
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলায় মো. আলামিন (৩০) নামে ইমামকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তার মো. আলামিন গফরগাঁও উপজেলার মৃত আবুল কালাম আাজাদের ছেলে। সে স্থানীয় একটি মসজিদে এক বছর যাবত ইমানের দায়িত্ব পালন করে আসছিলেন। বৃজস্পতিবার (২১ আগস্ট) দিবাগত মধ্য রাতে সিলেট সদর উপজেলা থেকে মো. আলামিনকে গ্রেপ্তার করে। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ সদর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-১৪' র কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, মো. আলামিন স্থানীয় একটি মসজিদে এক বছর যাবত ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। গত তিন মাস যাবত আলামিন স্থানীয় শিশু কিশোরদের সকালে মক্তবে ধর্মীয় শিক্ষা দিয়ে আসছিলেন।
গত ৩১ জলাই সকাল সাড়ে ৮ টার দিকে সকল শিশু কিশোরকে ছুটি দিয়ে মসজিদের পাশে মাদ্রাসা থেকে ভিক্টিম শিশুকে ঝাড়ু আনতে পাঠায়। ঝাড়ু আনতে পাঠিয়ে আলামিন পিছু পিছু মাদ্রাসার দিকে যেতে থাকে। ওই শিশু মাদ্রাসার একটি কক্ষে নিতে ডুকলে আলামিনও তড়িঘড়ি করে ওই কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়।
দরজা লাগিয়ে দিয়ে শিশুর মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দিয়ে জোড়পুর্বক ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে তার বাবা মা'কে বিষয়টি বললে পরদিন ১ আগস্ট মা বাদী হয়ে পাগলা থানায় আলামিন আসামী করে মামলা করেন।
মামলার পর র্যাব বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তি দিয়ে অবস্থান নিশ্চিত করে র্যাব-৯ এর সহায়তায় সিলেট থেকে আলামিনকে গ্রেপ্তার করে।
মো. শামসুজ্জামান আরও বলেন, আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের করা জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।