ভারত জঘন্য মানসিকতার পরিচয় দিয়েছে:এমরান সালেহ প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স পশ্চিমবঙ্গে পূজা মণ্ডপে নোবেলজয়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘অসুর’ বা রাক্ষস হিসেবে দেখানোর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশকেও ‘অসুর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা প্রতিবেশী দেশের জঘন্য মানসিকতার প্রকাশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ছনাটিয়া প্রাইমারী বিদ্যালয়ে অনুষ্ঠিত বিএনপির ৬নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, পূজা কোনো রাজনীতি বা প্রতিবেশী দেশের প্রতি বিষোদগারের বিষয় নয়। তিনি ভক্ত ও পূজারীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশির দল এবং সরকারে থাকলে সকল ধর্মাবলম্বীর শান্তি, নিরাপত্তা ও সংস্কৃতি চর্চা নিশ্চিত করবে।
সম্মেলনে ধোবাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন ও অন্যান্য।