গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী গোলাম কিবরিয়া (৫৫) ও তার স্ত্রী রিনা খাতুন (৪৫) প্রাণ হারিয়েছেন। সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চৌগাছা গ্রামে নিজ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কিবরিয়া পেশায় রাজমিস্ত্রী এবং রিনা খাতুন গৃহিণী ছিলেন। তারা তিনটি মেয়ের জনক-জননী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বাড়ির পাশের বৈদ্যুতিক মিটারের কাছ থেকে বাইসাইকেল নেওয়ার সময় কিবরিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রী রিনা খাতুন স্বামীকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতের শিকার হন।
স্থানীয় শিক্ষক রকিবুল ইসলাম জানান, “দুইজনকে মাটিতে পড়ে থাকতে দেখে আমরা দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।”
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন বলেন, “তাদের শরীরে বিদ্যুতের স্পষ্ট চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তারা মারা যান।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ বিতরণ সংস্থার পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ সংযোগগুলো সরিয়ে নিরাপদ ব্যবস্থার দাবি জানিয়েছেন।