প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক অভিযানে নিহত ৮
পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় তিনটি জাহাজে মার্কিন বাহিনীর হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ আটক করার কয়েক দিনের মধ্যেই এ হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের মিলিটারি সাউদার্ন কমান্ড জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে ‘মারাত্মক কাইনেটিক স্ট্রাইক’ পরিচালিত হয়। নিহতদের মাদক পাচারের সঙ্গে যুক্ত দাবি করা হলেও কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এ ধরনের হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা, আর ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো মার্কিন সামরিক বিমান ব্যবহারের অনুমতি দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে, ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।