প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাঙ্গেরিতে বিক্ষোভ
কিশোর সংশোধনাগারে শিশু নির্যাতন ও নানা অনিয়মের অভিযোগ ঘিরে প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে হাঙ্গেরি। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানী বুদাপেস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিরোধীদলীয় নেতা পিটার ম্যাগিয়ারের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তীব্র শীত উপেক্ষা করে
বুদাপেস্টের সড়কে নেমে আসেন হাজারো বিক্ষোভকারী। তাদের হাতে ছিল শিশুদের অধিকার রক্ষার
দাবি সম্বলিত ব্যানার। অনেকে আবার শিশুদের খেলনা নিয়ে উপস্থিত হন প্রতীকী প্রতিবাদের
অংশ হিসেবে।
চলতি সপ্তাহে বুদাপেস্টের
একটি কিশোর সংশোধনাগারের কর্মীদের মাধ্যমে শিশুদের শারীরিক নির্যাতনের ভিডিও প্রকাশের
পর থেকেই জনরোষ বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, সংশোধনাগারটিতে পতিতাবৃত্তি চালানোসহ তরুণদের
শারীরিক ও যৌন নির্যাতনের শিকার করা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রটির সাবেক
পরিচালকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন প্রসিকিউটররা।
এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে
আটক করা হয়েছে। পাশাপাশি দেশটির পাঁচটি কিশোর সংশোধনালয়কে গভীর পর্যবেক্ষণে রেখেছে
সরকার। সংশোধনাগারগুলোতে একাধিকবার শিশু নির্যাতন ও হয়রানির অভিযোগ ওঠায় এটিকে সরকারের
ব্যর্থতা হিসেবেই দেখছেন অনেক নাগরিক। ১৫ বছরের শাসনামলে অর্বানের সরকারের বিরুদ্ধে
এত বড় গণবিক্ষোভের নজির নেই বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আগামী এপ্রিল হাঙ্গেরিতে সাধারণ
নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছর একটি এতিমখানায় শিশু যৌন নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট একজনের সহযোগীকে ক্ষমা করার ঘটনাকে কেন্দ্র করে দেশটির রাষ্ট্রপতি ক্যাটালিন নোভাক এবং বিচারমন্ত্রী জুডিট ভার্গ পদত্যাগ করেছিলেন।