সিরিয়ায় সেনা মৃত্যুর ঘটনায় ট্রাম্পের হুমকি
সিরিয়ার পালমায়রায় জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের এক সদস্যের অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা ও এক বেসামরিক দোভাষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন মার্কিন সেনা। নিহতদের ঘটনায় আইএসআইএসের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তথ্য অনুযায়ী, গতকাল শনিবার
(১৩ ডিসেম্বর) পালমায়রায় যৌথ টহলের সময় হামলাটি ঘটে। ওই সময় মার্কিন সেনারা সিরিয়ার
সরকারি বাহিনীর সঙ্গে যৌথভাবে টহল দিচ্ছিলেন। এক পর্যায়ে একজন আইএসআইএস সদস্য হঠাৎ
হামলা চালায় বলে জানানো হয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, ‘সিরিয়ায় তিন অসাধারণ দেশপ্রেমিকের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। নিহতদের মধ্যে দুজন সেনা এবং একজন বেসামরিক দোভাষী আছেন। আমরা আহত তিনজনের জন্যও প্রার্থনা করছি তারা চিকিৎসায় ভালো উন্নতি করছেন।
তিনি দাবি করেন, এটি ছিল যুক্তরাষ্ট্র
ও সিরিয়ার ওপর আইএসআইএসের হামলা এবং ঘটনাস্থল এমন একটি বিপজ্জনক এলাকা, যেখানে সিরিয়ার
সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। ট্রাম্প আরও বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা
হামলার ঘটনায় ক্ষুব্ধ এবং ব্যথিত হয়েছেন। এ ঘটনায় কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত বছর স্বৈরশাসক
বাসার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর আহমেদ আল-সারার নেতৃত্বাধীন ইসলামপন্থি দল সিরিয়ার
নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক উন্নতির পথে এগোয়। গত
মাসে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন সারা।
বলা হচ্ছে, আসাদ সরকার
পতনের পর সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর এটিই প্রথম বড় হামলা। সিরিয়ার এক সেনা কর্মকর্তা
নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলার সময় সিরীয় ও মার্কিন সামরিক কর্মকর্তারা আলোচনা
করছিলেন। পালমায়রার একটি সামরিক ঘাঁটিতে ঘটনাটি ঘটে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, যেখানে হামলা হয়েছে, সেখানে সিরিয়ার বর্তমান
সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নেই।