‘বিদেশে সেনা পাঠানোই বড় অর্জন’
২০২৫ সালে উত্তর কোরিয়া একটি বড় সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
তার মতে, সেই সাফল্য হলো—দেশের বাইরে উত্তর কোরীয় সেনাদের পাঠাতে পারা।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদসংস্থা
কেসিএনএ শুক্রবার ( ১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানায়, চলতি সপ্তাহে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির
পলিটব্যুরো কমিটির বৈঠকে বক্তব্য দেন কিম জং উন। সেখানে তিনি বলেন, গত বছর থেকে চলতি
২০২৫ সালের পুরোটা জুড়েই আমাদের অনেক সেনা দেশের বাইরে উত্তর কোরীয় সেনাবাহিনীর বীরত্ব
ও পেশাদারিত্বের প্রদর্শন করেছে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন।
প্রতিবেদনে বলা হয়, কিমের
বক্তব্যের প্রেক্ষাপট হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রুশ বাহিনীকে সহায়তা করতে ২০২৪ এবং
২০২৫ সালে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে বৈঠকে ইঙ্গিত দেন তিনি। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে উত্তর কোরিয়া, যার আওতায় সেনা
ও গোলাবারুদ দিয়ে রাশিয়াকে সহায়তা করার কথা বলা হয়।
বিশ্লেষকদের মতে, বিদেশে
সেনা মোতায়েনকে ‘সবচেয়ে বড় অর্জন’ হিসেবে তুলে ধরার মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে সামরিক
ভূমিকা আরও দৃশ্যমান করার বার্তা দিচ্ছে পিয়ংইয়ং।