ভেনেজুয়েলার প্রেসিডেন্টের আত্মীয়সহ ৬ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসায় জড়িত আরও ৬টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে । সেইসঙ্গে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন ভাগ্নে ফ্র্যাঙ্কিউ ফ্লোরেস, কার্লোস ফ্লোরেস, ইফরাইন ক্যাম্পো, তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী ও পানামার নাগরিক রামন ক্যারেতেরো’র ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভেনেজুয়েলার জ্বালানি তেল বাণিজ্য ও পরিবহনের
সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এই নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) ভেনেজুয়েলার উপকূল
থেকে দেশটির পতাকাবাহী একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছিল যুক্তরাষ্ট্র।
নিষেধাজ্ঞার কোপে পড়া ব্যক্তিরা এবং প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা এখন
থেকে আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না, যুক্তরাষ্ট্রে কোনো সম্পত্তি ক্রয় করতে
পারবেন না, কোনো মার্কিন নাগরিকের সঙ্গে ব্যবসায় অংশীদার হতে পারবেন না এবং যুক্তরাষ্ট্রে
যদি তাদের কোনো সম্পদ-সম্পত্তি থাকে তাহলে নিষেধাজ্ঞা তোলার আগ পর্যন্ত সেসব ‘ফ্রিজড’
অবস্থায় থাকবে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে এ প্রসঙ্গে
বলেছেন, “নিকোলাস মাদুরো এবং তার অপরাধী সহযোগীরা যুক্তরাষ্ট্রে মাদকের বন্যা বইয়ে
দিয়েছে এবং আমাদের নাগরিকদের জীবন বিষাক্ত করে তুলেছে।”
মাদুরোর পরিবারের সদস্যরা যে এবারই প্রথম ওয়াশিংটনের লক্ষ্যবস্তু হয়েছেন—
এমন নয়। মাদক মামলার আসামি হিসেবে মাদুরোর
দুই ভাগ্নে কার্লোস ফ্লোরেস এবং ইফরাইন ক্যাম্পো আগে যুক্তরাষ্ট্রের কারাগারে কয়েক
বছর বন্দি ছিলেন।