গাজা থেকে মানুষ সরে যাচ্ছে, আল-মাওয়াসিতে নিরাপত্তা জোরদার
গাজা শহরে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)-এর ব্যাপক সামরিক অভিযানের কারণে এ পর্যন্ত ৭ লাখ ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল। অভিযানের আগে গাজা নগরীতে প্রায় এক মিলিয়ন ফিলিস্তিনি বসবাস করছিল। এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে নিরাপত্তার কারণে দক্ষিণ গাজার আল-মাওয়াসি অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইডিএফ-এর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিখাই আদ্রেয়ি বলেন, “গাজা নগরী প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ বাসিন্দারা বুঝতে পারছেন সামরিক অভিযান আরও তীব্র হচ্ছে। নিরাপত্তার জন্য দক্ষিণে সরে যাওয়া উত্তম।” তিনি আরও জানান, “আল-মাওয়াসির মানবিক এলাকায় দ্রুত আসার আহ্বান জানাচ্ছি।”
গত সপ্তাহে মানুষের সরে যাওয়ার হার আরও বেড়েছে, কারণ আইডিএফ শহরের ভেতরে আরও গভীরে প্রবেশ করেছে।