অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার পেতে বহুবার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার দুধের স্বাদ ঘোলে মিটল ট্রাম্পের। নোবেল শান্তি পুরস্কার না পেলেও তার হাতে উঠল ফিফা শান্তি পুরস্কার।
স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আগেই তাকে এই পুরস্কার দেওয়া হয়।
ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এসব প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাতপূর্ণ পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শান্তির বার্তাবাহক হিসেবে প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিন, বিশ্বকাপের দলগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করার আগে ট্রাম্পকে একটি সোনালি ট্রফি, একটি সোনালি পদক ও একটি সনদ দেওয়া হয়।
ইনফান্তিনো তার উদ্দেশে বলেন, ‘এটি আপনার পুরস্কার, এটি আপনার শান্তি পুরস্কার’।
এসময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি সত্যিই আমার জীবনে একটি মহান সম্মান প্রাপ্তি। আমরা লাখ লাখ মানুষের জীবন রক্ষা করতে পেরেছি।’
ফিফার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত নভেম্বরে নিয়ন্ত্রক সংস্থাটি এ পুরস্কার ঘোষণা করে। মূলত, শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যতিক্রমী, অসাধারণ পদক্ষেপ গ্রহণকারী এবং বিশ্বজুড়ে মানুষকে ঐক্যবদ্ধ করা ব্যক্তিদের পুরস্কৃত করার জন্য এটি চালু করা হয়েছিল।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই আসরে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিচ্ছে।
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে বছরজুড়ে ব্যাপক আলোচনায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত নোবেল ইনস্টিটিউটের বিজয়ীর তালিকায় থাকতে পারেননি তিনি।