৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার
জাতিসংঘের সহযোগী সংস্থাসহ আন্তর্জাতিক অন্তত ৬৬টি সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট এ ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কয়েক ডজন আন্তর্জাতিক এবং জাতিসংঘের সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়া হবে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জলবায়ু চুক্তি এবং লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করে জাতিসংঘের এমন একটি সংস্থাও রয়েছে। কারণ সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থি কাজ করে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় ট্রাম্পের দেওয়া এক স্মারকে জাতিসংঘের বাইরের ৩৫টি এবং জাতিসংঘের ৩১টি সংস্থার নাম রয়েছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনও (ইউএনএফসিসিসি) রয়েছে। এই সংস্থাটিকে অনেকে বেডস্টক জলবায়ু চুক্তি হিসেবে বর্ণনা করেন এবং এটি ২০১৫ সালে প্যারিস হওয়া জলবায়ু সমঝোতার মূল চুক্তি।