বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলারের মানহানি
মামলা করেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ আনুমানিক ৬১ হাজার কোটি টাকা। ২০২১ সালের
৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আইনসভার ভবন ক্যাপিটল হিলে সমর্থকদের হামলার ঘটনায় তিনি
উসকানি বা নির্দেশ দিয়েছেন এমন বক্তব্য তুলে ধরা একটি এডিটেড ভিডিও প্রতিবেদন প্রকাশের
জেরে এই মামলা করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৫
ডিসেম্বর) ট্রাম্প মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে
জয়ী হন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনের পর ট্রাম্প বারবার অভিযোগ করেন, কারচুপির
মাধ্যমে তাকে হারানো হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ৬ জানুয়ারি তার সমর্থকেরা
ক্যাপিটল হিলে হামলা চালায়, যেখানে কয়েকজনের মৃত্যু হয়। ওই ঘটনার জন্য ট্রাম্পকে উসকানিদাতা
হিসেবে দায়ী করা হলেও তিনি শুরু থেকেই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।
বিবিসি পরে ২০২৪ সালের
নির্বাচনের ঠিক আগে তাদের ‘প্যানারোমা’ ডকু সিরিজে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। এতে এমনভাবে উপস্থাপন করা হয় যে, ক্যাপিটল হিলের হামলায় সমর্থকদের উসকানি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, প্রতিবেদনে বিভিন্ন ক্লিপ সম্পাদনা করে এমন একটি প্রেক্ষাপট
তৈরি করা হয়েছে, যা দর্শকের কাছে তাকে হামলার ‘সরাসরি নির্দেশদাতা’ হিসেবে প্রতীয়মান
করে।
এ বিষয়ে বিবিসি আনুষ্ঠানিকভাবে
দুঃখ প্রকাশ করে জানায়, ক্লিপ সম্পাদনার ধরন এমন ছিল যে ভুল ধারণা তৈরি হতে পারে। তবে
ওই ভিডিও প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে প্রকাশ করা হয়নি বলেও উল্লেখ করেছে বিবিসি।
ট্রাম্প চলতি বছরই এ বিষয়ে
আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন। এই ঘটনার পর বিবিসির কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগে
বাধ্য হন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের আইনজীবীর অভিযোগ, ওই প্রতিবেদন
ট্রাম্পের সুনাম ক্ষুণ্ণ করার পাশাপাশি তাকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।