মালয়েশিয়া-পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্কের নতুন দিগন্ত: ২০০ মিলিয়ন ডলারের কৃষিপণ্য চুক্তি!
পাকিস্তান থেকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৪০ মিলিয়ন রিঙ্গিত) মূল্যের মাংস ও অন্যান্য কৃষিপণ্য আমদানি করবে মালয়েশিয়া।
গতকাল সোমবার (৬ অক্টোবর) পুত্রজায়ার সেরি পেরদানা কমপ্লেক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপস্থিতিতে এ ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিম।
বর্তমানে মালয়েশিয়া সফরে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মধ্যাহ্নভোজের পর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, “পাকিস্তানের পক্ষ থেকে প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিতের আশ্বাস পাওয়ায় আমরা গরুর মাংসসহ অন্যান্য কৃষিপণ্য আমদানি করতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, “১৯৫৭ সালে মালয়েশিয়ার স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। ঐতিহাসিক, সাংস্কৃতিক, শিক্ষা, প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতাই এই সম্পর্কের মূল চালিকাশক্তি।”
আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে প্রতিরক্ষা, কৃষি ও নবায়নযোগ্য শক্তি খাতে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
মালয়েশিয়া ইতোমধ্যে পাকিস্তান থেকে চাল আমদানি বাড়িয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের খাদ্য প্রক্রিয়াকরণ ও উৎপাদন খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পাম তেল রপ্তানিও বাড়াতে আগ্রহী মালয়েশিয়া।
যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা মালয়েশিয়া-পাকিস্তান ক্লোজার ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (MPCEPA) আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত (STEM), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উদ্ভাবন, কারিগরি শিক্ষা, ডিজিটাল ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
আনোয়ার ইব্রাহিম এ প্রস্তাবে সাড়া দিয়ে বলেন, “পাকিস্তান একসময় মুসলিম বিশ্বের মধ্যে এসব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল। এখন দেশটিতে স্থিতিশীলতা ফিরেছে, তাই মালয়েশিয়া এই সম্ভাবনা কাজে লাগাতে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।”
যৌথ বিবৃতিতে দুই দেশ হালাল শিল্প খাতে সহযোগিতা জোরদারের ওপরও সম্মত হয়। এর মধ্যে রয়েছে হালাল সার্টিফিকেশনের পারস্পরিক স্বীকৃতি, হালাল খাদ্য সরবরাহ ও উৎপাদন ব্যবস্থার উন্নয়ন।
এছাড়া তারা টেকসই কৃষি পদ্ধতি বিকাশ, যৌথ গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে পরিবেশবান্ধব কৃষি উৎপাদন ব্যবস্থাকে উৎসাহিত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।
গত রোববার (৫ অক্টোবর) শেহবাজ শরিফ তিন দিনের সফরে কুয়ালালামপুরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম মালয়েশিয়া সফর।