গাজার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটকাতে ব্যর্থ ইসরায়েলি নৌবাহিনী!
যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে খাদ্য ও মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের নৌবাহিনী। বর্তমানে ৪৫ জাহাজের এ বহর গাজার উপকূলের কাছাকাছি অবস্থান করছে বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র ওয়ায়েল নাওয়ার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, প্রথমে বহরের অগ্রবর্তী জাহাজ ‘অ্যালমা’ কে আটকে দেয় ইসরায়েলি নৌবাহিনী। তবে বাকি জাহাজগুলো গতি থামায়নি, এগিয়ে যেতে থাকে। কয়েক ঘণ্টা পর আরেকটি জাহাজ ‘সাইরিয়াস’কেও আটকানোর চেষ্টা করে ইসরায়েল, কিন্তু শেষ পর্যন্ত পুরো বহরকে থামাতে ব্যর্থ হয় তারা। বহরকে ছত্রভঙ্গ করার চেষ্টা সত্ত্বেও জাহাজগুলো আবার একত্রিত হয়ে গাজার পথে অগ্রসর হচ্ছে।
ওয়ায়েল নাওয়ার বলেন, “জায়নবাদী শাসকরা আমাদের অগ্রযাত্রা ব্যাহত করতে চেয়েছিল, কিছু সময়ের জন্য অ্যালমাকে আটকেও রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা এখন গাজার দিকে এগিয়ে যাচ্ছি।”
বহরে রয়েছেন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম, ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য রিমা হাসান ও এমা ফোরেউসহ অন্তত ৪৯৭ জন স্বেচ্ছাসেবী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বহরে থাকা তাদের দেশের ৩৪ জন প্রতিনিধিকে উত্সাহ জুগিয়েছেন।
তবে ইসরায়েলি সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, গাজার উপকূলে ফ্লোটিলাকে ভিড়তে দেওয়া হবে না। ইতোমধ্যে অভিযানের প্রস্তুতি নিতে কমান্ডো বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। এর আগেও এ বহরের যাত্রাপথে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।