কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫, আহত অন্তত ২০
দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) একটি আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল হলো জারঘুন রোডের নিকট।
পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কোয়েটার সিভিল হাসপাতাল, বিএমসি হাসপাতাল এবং ট্রমা সেন্টারে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, হামলাটি ‘ভারত-সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ’-এর দ্বারা পরিচালিত আত্মঘাতী বোমা হামলা। হামলাকারীসহ ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছেন। ঘটনায় দুইজন সদস্য আহত হয়েছেন, যারা পাকিস্তানের আধা-সামরিক বাহিনী এফসির পোশাক পড়েছিলেন।
এর আগে গত শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীর গুলিতে ১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন বাংলাদেশি যুবকও ছিলেন। নিহতরা সবাই নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (টিটিপি)-এর সদস্য বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।