পরমাণু অস্ত্রের কথা ভাবছেন শীর্ষ জাপানি কর্মকর্তা
একজন শীর্ষ জাপানি সরকারি কর্মকর্তা বলেছেন, ‘ক্রমাগত বাড়তে
থাকা নিরাপত্তা হুমকির কারণে জাপানকে পরমাণু অস্ত্র রাখার কথা বিবেচনা করা উচিত।’ শুক্রবার (১৯
ডিসেম্বর) এই খবর প্রকাশ করেছে জাপানি সংবাদমাধ্যম আসাহি শিম্বুন।
তবে তিনি স্পষ্ট করেছেন, এটি তার ব্যক্তিগত মতামত এবং সরকারের ভেতরে
এ বিষয়ে কোনো সক্রিয় আলোচনা নেই।
উল্লেখ্য, আইনি, রাজনৈতিক এবং আন্তর্জাতিক চুক্তিগত বাধা থাকায় বর্তমানে
জাপানের জন্য পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া অসম্ভব বলা যায়।