পাক-আফগান সীমান্তে উত্তেজনা: হামলা-জবাব নিয়ে দুইপক্ষের সংঘর্ষ!
রবিবার (১২ অক্টোবর) তালেবান সরকার জানিয়েছে, আফগান বাহিনী সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার ঘটনায় বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্র জব্দ করেছে। এই অভিযানে আফগান তালেবান বাহিনীরও ২০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছেন। পাকিস্তান এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে গতকাল শনিবার (১১ অক্টোবর) হেলমান্দ প্রদেশের মুখপাত্র মৌলভী মোহাম্মদ কাসিম রিয়াজ জানান, "আফগান বাহিনীর পাল্টা অভিযানে ১৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। আফগান বাহিনী তিনটি পাকিস্তানি সামরিক ফাঁড়ি দখল করেছে এবং অস্ত্র-গোলাবারুদ জব্দ করেছে।"
গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ তুলে তালেবান প্রতিশোধের ঘোষণা দেয়। পাকিস্তান এই অভিযোগ স্বীকারও করেনি, অস্বীকারও করেনি, তবে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে আশ্রয় বন্ধ করার আহ্বান জানিয়েছে।
নিরাপত্তা সূত্র অনুযায়ী, শনিবার রাতে আফগান বাহিনী হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, খোস্ত, নাঙ্গারহার ও কুনার প্রদেশের পাকিস্তানি সীমান্ত চৌকিগুলো লক্ষ্য করে হামলা চালায়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এটি পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের জবাবে পাল্টা অভিযান ছিল।
পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি জানিয়েছে, আফগান তালেবানের হামলার জবাবে পাকিস্তানি বাহিনী দেশটির সীমান্তে ১৯টি আফগান চৌকি দখল করেছে। চৌকিগুলোতে আফগান তালেবানের সদস্য নিহত বা পালিয়েছে এবং কিছু চৌকিতে আগুন লেগেছে।
পাকিস্তান আরও জানিয়েছে, তাদের সেনারা আফগান তালেবানের মনোজবা ক্যাম্প ব্যাটালিয়ন সদর দফতর, জান্দুসার পোস্ট, তুর্কমেনজাই ক্যাম্প এবং খারচর দুর্গ সম্পূর্ণভাবে ধ্বংস করেছে।