গাজাগামী ত্রাণবাহী বহরে ইসরায়েলি সেনাদের অভিযান, নেতৃত্বদানকারী জাহাজ ‘আলমা’ দখল
গাজাগামী ত্রাণবাহী বহরে হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ‘আলমা’ নামের একটি জাহাজে ইসরায়েলি সেনারা ওঠে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। জাহাজটি এই বহরের অন্যতম নেতৃত্বদানকারী জাহাজ ছিল।
এছাড়া, ‘আদারা’ নামের আরেকটি জাহাজে সেনারা ওঠার পর সেখানে থাকা অধিকারকর্মীদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা গেছে। তবে তারা স্বেচ্ছায় ফেলে দিয়েছেন, নাকি সেনাদের বাধ্যবাধকতায় তা করেছেন—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ৪৫টি ছোট-বড় জাহাজে করে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাদের মিশন শুধু মানবিক ত্রাণ সরবরাহই নয়, বরং গাজা উপকূলে ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা।
এর আগে, ইসরায়েল কর্তৃপক্ষ সতর্ক করেছিল, কোনো বহর যেন গাজা উপকূলের দিকে না আসে। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে বহর এগিয়ে যাচ্ছিল। এরই মধ্যে ইসরায়েলি সেনারা বহরের জাহাজগুলো জব্দ করা শুরু করেছে।
এ মিশনে অংশ নেওয়া অধিকারকর্মীরা জানিয়েছেন, তারা গাজায় অবরুদ্ধ মানুষদের পাশে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে ইসরায়েলি সেনাদের অভিযানের কারণে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে উঠছে।