পাকিস্তানে সেনা অভিযানে নিহত ১৭ জনের মধ্যে এক বাংলাদেশি যুবক
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী সামরিক অভিযানে নিহতদের মধ্যে একজন বাংলাদেশি যুবকের পরিচয় পাওয়া গেছে। দেশটির গণমাধ্যম সামা টিভি জানায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে কারাক জেলার দর্শখেল এলাকায় সেনাদের অভিযানে মোট ১৭ জন নিহত হন।
নিহতের কাছ থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র, নগদ অর্থ ও ব্যক্তিগত জিনিসপত্রের মাধ্যমে তার বাংলাদেশি পরিচয় নিশ্চিত করে স্থানীয় প্রশাসন। এ ঘটনার মধ্য দিয়ে সীমান্তবর্তী ওই অঞ্চলে বিদেশিদের উপস্থিতি আবারও আলোচনায় এসেছে।
সেনাদের অভিযান:
পাকিস্তান সেনাবাহিনী জানায়, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। সেনাদের সঙ্গে স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) সদস্যরাও অংশ নেন। দুই দিনব্যাপী চলা এই অভিযানে পাহাড়ি এলাকায় টিটিপি সদস্যদের ঘিরে ফেলে গুলি চালানো হয়।
হতাহত ও পূর্বের ঘটনা:
অভিযানে ১৭ জন নিহত ছাড়াও অন্তত ১০ জন আহত হয়। অন্যদিকে সেনাদের তিন সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এর আগেও অনুরূপ অভিযানে দুই-তিন বাংলাদেশি নিহত হয়েছিলেন। তারা ধর্মীয় শিক্ষার জন্য আফগানিস্তানে গিয়েছিলেন বলে দাবি করা হলেও পরে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েন।