নিরাপত্তা নিশ্চয়তায় কংগ্রেসে অনুমোদিত প্রতিশ্রুতি চান জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা কেবল কথার প্রতিশ্রুতি হলে চলবে না, এগুলো অবশ্যই কংগ্রেস অনুমোদিত আইনগত প্রতিশ্রুতি হিসেবে নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইউরোপের কিছু দেশ এখনও পুরোপুরি নিশ্চিত নয় যে রাশিয়ার সঙ্গে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কতটা দৃঢ়ভাবে নেতৃত্ব দিতে পারবে।
কিয়েভে সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে জেলেনস্কি বলেন, যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্ব
দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি আরও জানান, মার্কিন অস্ত্র কেনার জন্য চলতি বছরে ইউক্রেনের
প্রায় ৮০০ মিলিয়ন ডলার প্রয়োজন।
এদিকে ইউক্রেন সংকট নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরালো হয়েছে ইউরোপজুড়ে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্টজ জেলেনস্কির সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন।
বৈঠক শেষে ম্যার্টজ জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের
কিছু অংশ নিয়ে সন্দেহ রয়েছে তার। অন্যদিকে মাখোঁ বলেন, মূল চ্যালেঞ্জ হলো ইউরোপ, ইউক্রেন
ও যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও কাছাকাছি আনা।
আলোচনার সবচেয়ে জটিল ইস্যু
হিসেবে উঠে এসেছে ভূখণ্ড প্রশ্ন। একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা এএফপিকে বলেন, রাশিয়া
এখনও দাবি করছে দোনবাসসহ কয়েকটি অঞ্চল পুরোপুরি ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। তবে কিয়েভ
বারবার স্পষ্ট করে জানিয়েছে, এমন দাবি তারা কোনোভাবেই মেনে নেবে না।