করাচিতে ভবন ধসে নিহত ২৭, তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে একটি আবাসিক ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে রয়েছেন ১৫ জন নারী ও তিন শিশু। রোববার (৬ জুলাই) রাষ্ট্রীয় উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র হাসান উল হাসিব খান চীনা সংবাদ সংস্থা সিনহুয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুইদিনের বেশি সময় ধরে উদ্ধার অভিযান পরিচালনার পর কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। ধ্বংসাবশেষ সরাতে ব্যবহার করা হয়েছে ভারী যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তি।
দুর্ঘটনায় আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও উদ্ধারকৃত ধ্বংসাবশেষের নিচে কেউ আটকে আছে কি না, তা নিশ্চিত হতে চূড়ান্ত পর্যবেক্ষণ চলছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পাঁচতলা ভবনটি প্রায় ৩০ বছর পুরনো এবং এটি আগে থেকেই ‘অনিরাপদ’ হিসেবে চিহ্নিত ছিল। তবু বাসিন্দারা সেখানে বসবাস করছিলেন। ভবনটির ধসে পড়ার ঘটনায় পার্শ্ববর্তী আরও দুটি ভবন সতর্কতামূলকভাবে খালি করা হয়েছে।
ভবন ধসের কারণ অনুসন্ধানে সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কমিটির সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
গত শুক্রবার (৪ জুলাই) করাচির একটি ঘনবসতিপূর্ণ এলাকায় পাঁচতলা ভবনটি ধসে পড়ে। প্রাথমিকভাবে সাতজনের মৃত্যু এবং অন্তত ১০ জন আহত হওয়ার খবর জানায় পুলিশ। রোববার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ায় ২৭-এ।