এবার মেক্সিকোতে হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের
রেশ কাটতে না কাটতেই এবার মেক্সিকোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প।
তিনি ড্রাগ কার্টেল বা মাদক সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে
জানিয়েছেন, সমুদ্রপথের পর এবার তাদের দমনে স্থলপথে সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে
যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার তথাকথিত ‘নারকো-টেররিস্ট’ বা মাদক-সন্ত্রাসীদের বিরুদ্ধে
চলমান অভিযানের এটি একটি বড় ধরনের বিস্তার বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে
ট্রাম্প বলেন, ‘আমরা জলপথে আসা প্রায় ৯৭ শতাংশ মাদক রুখে দিতে সক্ষম হয়েছি। এবার কার্টেলদের
দমনে আমরা স্থলপথে আঘাত শুরু করতে যাচ্ছি।’ মেক্সিকোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ
করে তিনি আরও যোগ করেন, ‘কার্টেলরা মেক্সিকো চালাচ্ছে- দেশটির এই অবস্থা দেখা সত্যিই
খুব দুঃখজনক।’
ট্রাম্প সরাসরি অভিযানের বিস্তারিত পরিকল্পনা না জানালেও তার মন্তব্য থেকে
মেক্সিকোতে সামরিক অভিযানের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান
ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলযানে চালানো ৩০টিরও বেশি হামলায় অন্তত ১১৫ জন নিহত হয়েছে।
মার্কিন প্রশাসনের দাবি, মাদক চোরাচালান ও সিন্ডিকেট সদস্যদের দমনেই এসব হামলা চালানো
হয়েছে।
এর আগে নভেম্বরেও ট্রাম্প জানিয়েছিলেন, জলপথের চেয়ে স্থলপথে মাদক কার্টেলদের
থামানো অনেক সহজ। এমনকি ডিসেম্বরে ভেনেজুয়েলার উপকূলে একটি ড্রাগ লোডিং অবকাঠামোতে
হামলা চালানোর দাবিও করেছিল যুক্তরাষ্ট্র। তবে ভেনেজুয়েলায় এই অনধিকার সামরিক হস্তক্ষেপের
কারণে ট্রাম্পের নিজ দেশেও সমালোচনার ঝড় উঠেছে। সিনেট ইতিমধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়া
ভেনেজুয়েলায় সামরিক তৎপরতা বন্ধে একটি প্রস্তাব পাস করেছে।
এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা
নাকচ করে দিয়ে বলেছেন, ‘আমি মনে করি না যুক্তরাষ্ট্র সত্যিই মেক্সিকো আক্রমণ করবে।
সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সংগঠিত অপরাধ দমন সম্ভব নয়।’ তিনি লাতিন আমেরিকার রাষ্ট্রগুলোর
সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে স্পষ্ট জানিয়েছেন যে, ‘মেক্সিকোর নিজস্ব বিষয়ে বাইরের কোনো
দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।’