পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলিতে নিহত ৪
পাকিস্তান ও আফগান সীমান্তে গোলাগুলিতে আফগানিস্তানের বোলদাক বিভাগে চারজন নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, তারা বেসামরিক সাধারণ নাগরিক ছিলেন।
এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দুই দেশের সেনাদের মধ্যে এই সংঘর্ষ হয়।
সৌদি আরবে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দক্ষিণ এশীয় প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গতকাল রাতে দুই দেশের সীমান্ত গুলি ও কামানের গোলার শব্দে কেঁপে ওঠে। স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে গোলাগুলি শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা পর থামে।
আফগানিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে প্রচণ্ড গুলি বিনিময়ের ফলে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
শনিবার আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলার গভর্নর নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আফগান কর্তৃপক্ষ দাবি করেছে, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলদাক এলাকায় হামলা চালায়। এদিকে ইসলামাবাদ দাবি করছে, আফগান বাহিনীই চামান সীমান্তে বিনা উসকানিতে গুলি চালায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সীমান্ত রক্ষা ও নাগরিকদের নিরাপত্তায় তারা সতর্ক অবস্থায় রয়েছে।
এদিকে সৌদি আরবে হওয়া শান্তি বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। যদিও দুই দেশই যুদ্ধবিরতি বজায় রাখার কথা বলেছে। এরই মধ্যে সংঘাত বাধল।