বৃহৎ শক্তিগুলো ইচ্ছেমতো কাজ করতে পারেন না: সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী
বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো যা খুশি তাই করতে পারবে— এমন ধারণা প্রত্যাখ্যান
করেছে সুইডেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড বলেছেন, তিনি এমন
একটি বিশ্বব্যবস্থার তীব্র বিরোধী, যেখানে বৃহৎ শক্তিগুলো তাদের ইচ্ছামতো সিদ্ধান্ত
নেবে। গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকি এবং ভেনেজুয়েলায়
সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
সুইডিশ রেডিও নিউজকে স্টেনগার্ড বলেন, ‘আমি এমন একটি বিশ্বে বাস করতে চাই
না, যেখানে বৃহৎ শক্তিগুলো তাদের ইচ্ছামতো কাজ করে। এ কারণেই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক
আইনের পক্ষে দাঁড়ানো সুইডেনের জন্য গুরুত্বপূর্ণ।’
গ্রিনল্যান্ড অধিগ্রহণ সম্পর্কে ওয়াশিংটনের বক্তব্যের সমালোচনা করে তিনি
বলেন, ‘এটা উদ্বেগজনক। তিনি জোর দিয়ে বলেন, দ্বীপটি বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড
ডেনমার্কের মধ্যে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।’
স্টেনগার্ড আরো বলেন, ‘সুইডেন সরকার বিশ্বাস করে, ভেনেজুয়েলায় সাম্প্রতিক
মার্কিন সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকের কথা উল্লেখ করেন তিনি, যেখানে ডেনমার্ক জানায়, যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো একটি বিপজ্জনক নজির। সূত্র: আনাদোলু এজেন্সি