মাদুরো আমার নাচ নকলের চেষ্টা করে: ট্রাম্প
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এবার অদ্ভুত এক
অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্ত্রাসবাদ ও মাদক পাচারের অভিযোগে
যুক্তরাষ্ট্রের হাতে আটক মাদুরোর বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, তিনি নাকি ট্রাম্পের নাচের
ভঙ্গি নকল করার চেষ্টা করেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ওয়াশিংটনে কংগ্রেসনাল রিপাবলিকানদের এক সমাবেশে
ট্রাম্প এই মন্তব্য করেন।
ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে হাত দুলিয়ে নাচের জন্য পরিচিত। সমাবেশে
তিনি বলেন, ‘সে (মাদুরো) সেখানে দাঁড়িয়ে আমার নাচের ভঙ্গি কিছুটা নকল করার চেষ্টা করে।’
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাতে জানা যায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে
মাদুরোকে জনসমক্ষে প্রায়ই নাচতে দেখা গেছে, যা হোয়াইট হাউসের নজর কেড়েছে।
মজার ছলে নাচের কথা বললেও মাদুরোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করতে ছাড়েননি
ট্রাম্প। তিনি দাবি করেন, ভেনেজুয়েলার এই নেতা লাখ লাখ মানুষকে হত্যা করেছেন। ট্রাম্প
আরও অভিযোগ করেন, কারাকাসের কেন্দ্রস্থলে মাদুরোর একটি টর্চার চেম্বার বা নির্যাতন
কক্ষ ছিল, যা এখন বন্ধ করা হচ্ছে। তবে লাখ লাখ মানুষকে হত্যার বিষয়ে ট্রাম্প বিস্তারিত
কোনো প্রমাণ দেননি।
বক্তব্যে নিজের নাচ নিয়ে স্ত্রী মেলানিয়া ট্রাম্পের অস্বস্তির কথাও তুলে
ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, মেলানিয়া তার এই নাচ একদমই পছন্দ করেন না এবং
একে প্রেসিডেন্টসুলভ মনে করেন না। ট্রাম্প বলেন, সে (মেলানিয়া) বলে, সবাই শুধু ভদ্রতা
করেই হাততালি দেয়। কিন্তু আমি বলি, তুমি ভুল। জনতা পাগল হয়ে যায় এবং চিৎকার করে বলে
প্লিজ, নাচো!
উল্লেখ্য, গত শনিবার মার্কিন বাহিনীর এক বিশেষ অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। বর্তমানে তিনি ম্যানহাটনের ফেডারেল আদালতে বিচারের মুখোমুখি।