যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশও
যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে ভিসা বন্ড বা জামানত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে—এমন দেশের তালিকা উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্তে তালিকাটি প্রায় তিন গুণ বেড়েছে।
এর আগে গত সপ্তাহে সাতটি দেশকে ভিসা বন্ডের আওতায় আনার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশের নাম যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসাবে) এই অঙ্ক প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট জানিয়েছে, বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের বি১ ও বি২ ভিসার জন্য ভিসা বন্ড দিতে হবে। বাংলাদেশের জন্য এই নিয়ম চলতি বছরের ২১ জানুয়ারি কার্যকর হবে।
সেই ৩৮টি দেশ হলো—বাংলাদেশ, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, ভুটান, বটসওয়ানা, বুরুন্ডি, কেপভার্দে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, আইভরিকোস্ট, কিউবা, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, গিনি-বিসাউ, কিরগিজস্তান, মালাউই, মৌরিতানিয়া, নামিবিয়া, নেপাল, নাইজেরিয়া, সাও টোমে ও প্রিন্সিপে, সেনেগাল, তাজিকিস্তান, তানজানিয়া, টোগো, টোঙ্গা, তুর্কমেনিস্তান, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, ভেনেজুয়েলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে।
উল্লেখ্য, ভিসা বন্ড হলো একটি অর্থের নিশ্চয়তা, যা ৫ হাজার ডলার, ১০ হাজার ডলার বা ১৫ হাজার ডলার হতে পারে। টাকার সঠিক পরিমাণ নির্ধারিত হবে ভিসা ইন্টারভিউতে।