সৌদি-আমিরাত বিরোধে অচল ইয়েমেনি বিমানবন্দর
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত
রাষ্ট্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধের জেরে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক
বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি)
থেকে সিদ্ধান্তটি কার্যকর হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। উপসাগরীয় দুই শক্তিধর
দেশ রিয়াদ ও আবুধাবির মধ্যকার ক্রমবর্ধমান টানাপোড়েন যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনকে নতুন
করে সংকটে ফেলছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, হুথি
বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের অন্যতম প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু কার্যক্রম
স্থগিত থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন। ফ্লাইট চালু হওয়ার সর্বশেষ খবর জানার আশায় টার্মিনালে
ভিড় করছেন যাত্রী ও বিমানবন্দরকর্মীরা।
স্থানীয় সূত্রগুলোর বরাতে
জানা গেছে, বিমান চলাচলসংক্রান্ত জটিলতা এবং রাতভর ফ্লাইট নিষেধাজ্ঞা নিয়ে চলমান বিরোধের
কারণে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। এই নিষেধাজ্ঞা কতদিন বহাল থাকবে, তা নিয়ে
সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মতৈক্য নেই। ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন যাত্রীরা।
চিকিৎসার উদ্দেশ্যে কায়রো
যাওয়ার অপেক্ষায় থাকা আওয়াদ আল-সুবাইহি বলেন, আমরা ভীষণ কষ্টের মধ্যে আছি। এখানে অনেক
রোগী ও বয়স্ক মানুষ কঠিন পরিস্থিতির মুখোমুখি।
উল্লেখ্য, সংযুক্ত আরব
আমিরাত (ইউএই) দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল
(এসটিসি)-কে সমর্থন দিয়ে আসছে। গত মাসে এই গোষ্ঠী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের
কাছ থেকে দক্ষিণ ইয়েমেনের কয়েকটি এলাকা দখল করে নেয়। সরকারের মিত্র সৌদি আরব এই পদক্ষেপকে
হুমকি হিসেবে দেখছে।
মূলত এর জেরে এসটিসির ঘাঁটিতে
বিমান হামলা চালানো হয়েছে এবং আমিরাতের সেনাদের ইয়েমেন ছাড়তে আলটিমেটাম দেওয়া হয়েছে। পাশাপাশি ইয়েমেন সরকার ইউএই’র সঙ্গে করা নিরাপত্তা চুক্তি বাতিল করেছে। এসব ঘটনার ফলে
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের
সৃষ্টি হয়েছে।