ইসরায়েল থেকে ৮.৭ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে ভারত
ভারত সরকার ইসরায়েলের কাছ থেকে প্রায় ৮.৭ বিলিয়ন ডলার (৭৯ হাজার কোটি রুপি)
মূল্যের একটি বড় প্রতিরক্ষা ক্রয় প্যাকেজ অনুমোদন দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম
পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এই প্যাকেজের আওতায় ভারতীয় বিমানবাহিনীর জন্য ইসরায়েলের রাফায়েল কোম্পানি
থেকে প্রায় ১ হাজারটি স্পাইস-১০০০ দীর্ঘ-পাল্লার প্রিসিশন গাইডেন্স কিট কেনার অনুমোদন
দেওয়া হয়েছে।
এই স্মার্ট বোমার পাল্লা প্রায় ১০০–১২৫ কিলোমিটার এবং এটি জিপিএস ছাড়াও লক্ষ্যবস্তুতে
অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
স্পাইস-১০০০ রাফাল কিটগুলো সু-৩০ এমকেআই এবং তেজস যুদ্ধবিমানে যুক্ত করা
হবে, যা বিমানবাহিনীর দূরপাল্লার আঘাত সক্ষমতা আরও শক্তিশালী করবে।
এছাড়া এই প্যাকেজে রয়েছে অ্যাস্ট্রা এমকে-২ ও মেতেওর ক্ষেপণাস্ত্র, লয়টারিং
মিউনিশন, পিনাকা রকেট এবং নতুন রাডার ব্যবস্থা।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের
সাথে ভারতের যুদ্ধ দেশটির সামগ্রিকভাবে বিচিত্র অস্ত্রের প্রয়োজনীয়তা সামনে নিয়ে আসে।
বিশেষত করে ইসরায়েলের কাছ থেকে নতুন প্রজন্মের অস্ত্র সংগ্রহের গুরুত্বকে স্পষ্টভাবে
সামনে এনেছে। এর প্রতিফলন দেখা যায় নভেম্বরের শুরুতে, যখন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আমির বারাম তার ভারতীয় সমকক্ষ রাজেশ কুমার সিংয়ের সাথে
নিরাপত্তা সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।