ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল রাশিয়া
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের তেল ট্যাংকার
অবরোধ ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। এই প্রেক্ষাপটে ওয়াশিংটনকে ‘মারাত্মক ভুল’ না করতে হুঁশিয়ারি
উচ্চারণ করেছে রাশিয়া। একইসঙ্গে ওয়াশিংটনকে সংযম প্রদর্শনের বার্তাও দিয়েছে মস্কো।
পাশাপাশি মিত্র দেশ ভেনেজুয়েলার প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করেছে রাশিয়া।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে,
ভেনেজুয়েলা সংকটে যুক্তরাষ্ট্রকে ‘মারাত্মক ভুল’ না করার আহ্বান
জানিয়ে বিবৃতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ট্রাম্প প্রশাসনের প্রতি সংযম দেখানোর আহ্বান
জানিয়ে দেশটি বলেছে, তারা তাদের মিত্র দেশ ভেনেজুয়েলার সঙ্গে ‘নিরবচ্ছিন্ন যোগাযোগ’ রাখছে।
এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার
ওপর নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাংকারে অবরোধের নির্দেশ দেন। এতে ওয়াশিংটন ও দক্ষিণ
আমেরিকার এই দেশের মধ্যে চলমান উত্তাপ আরো বেড়ে যায়। তবে ভেনেজুয়েলা জানিয়েছে, এই ঘোষণার
ফলে তাদের অপরিশোধিত তেল রপ্তানি ব্যাহত হয়নি। এতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে
দেশটির দৃঢ় অবস্থানের ইঙ্গিত মিলেছে।
মাদুরো দীর্ঘদিন ধরেই ক্রেমলিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তিনি নিয়মিতভাবে মস্কো সফর করে আসছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানিয়েছে, তারা আশা করে হোয়াইট হাউস কোনো মারাত্মক ভুল করবে না এবং এমন পরিস্থিতিতে আর এগোবে না, যা পুরো পশ্চিম গোলার্ধের জন্য অনিশ্চিত ও বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।