প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত আরও ৫
প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় আরও দুটি জাহাজে মার্কিন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এতে গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ট্রাম্প প্রশাসনের মাদক পাচারবিরোধী সামরিক অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল অন্তত ১০৪ জনে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে চালানো এসব ‘কাইনেটিক হামলায়’ দুই জাহাজে পাঁচজন নিহত হন। এর একদিন আগেও একই অঞ্চলে আরেকটি হামলায় চারজন নিহত হয়।
মার্কিন সামরিক বাহিনী নিহতদের সন্ত্রাসী দাবি করলেও ধ্বংস করা প্রায় ৩০টি জাহাজ যে মাদক পাচারের সঙ্গে জড়িত—এর কোনো প্রমাণ প্রকাশ করেনি ওয়াশিংটন। হামলার পর জাহাজডুবিতে বেঁচে যাওয়াদের ওপর দ্বিতীয় দফা হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে, যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হতে পারে বলে আইন বিশেষজ্ঞরা বলছেন। লাতিন আমেরিকার নেতারা এসব হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়েছেন।
ট্রাম্প প্রশাসন অভিযানকে মাদক পাচার রোধের প্রয়োজনীয় পদক্ষেপ বললেও ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক মোতায়েন ও নৌ অবরোধ জোরদার করেছে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের হুমকি দিয়েছে।
মাদুরো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যকে ‘শাসন পরিবর্তন’ ও তেল সম্পদ দখলের চেষ্টা বলে অভিযোগ করেছেন। এ পরিস্থিতিতে ব্রাজিল ও মেক্সিকো যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলার মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। অভিযানে বর্তমানে প্রায় ১৫ হাজার মার্কিন সেনা, যুদ্ধজাহাজ, এফ-৩৫ বিমান ও একটি বিমানবাহী রণতরী অংশ নিচ্ছে।