৬ বছর আগেই ভেঙেছে অপুর সংসার
ছোট ও বড় পর্দার অভিনেতা
রাশেদ মামুন অপু এবং সংবাদ পাঠিকা মমরেনাজ মোমে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। তবে তাদের
এই বিচ্ছেদ নতুন নয়। জানা গেছে, প্রায় ছয় বছর আগে দুজনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ
হলেও বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল।
রবিবার (১৪ ডিসেম্বর) সামাজিক
যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মমরেনাজ মোমে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত
করেন। পোস্টে তিনি জানান, সামাজিক নানা প্রতিবন্ধকতা, ভয় ও লজ্জার কারণে দুজনের সম্মতিতেই
দীর্ঘদিন বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করা হয়নি। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় গোপন
রাখার সিদ্ধান্তটি দুজনের জন্যই মানসিকভাবে যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল। তাই পারস্পরিক
সিদ্ধান্তেই এখন বিষয়টি পরিষ্কার করতে চেয়েছেন তারা।
দীর্ঘ সময় পর বিচ্ছেদের
তথ্য প্রকাশ্যে আসায় সামাজিকমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। তবে কী কারণে তাদের দাম্পত্য
সম্পর্ক ভেঙে গেছে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। এ প্রসঙ্গে এখন পর্যন্ত
অভিনেতা রাশেদ মামুন অপু আনুষ্ঠানিক কোনো মন্তব্যও করেননি।
জানা গেছে, ব্যক্তিজীবনের
এই অধ্যায় পেছনে রেখে বর্তমানে নতুন সিনেমার প্রস্তুতি নিয়েই সময় কাটাচ্ছেন রাশেদ মামুন
অপু।