মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ভারতীয় সিনেমা ধুরন্ধর
ভারতের বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে রণবীর সিং অভিনীত বলিউড সিনেমা ধুরন্ধর। গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি ওপেনিংয়ে আয় করে ২৮ কোটি টাকা। প্রথম সপ্তাহেই এর আয় দাঁড়ায় ২০৭.২৫ কোটি টাকা। দ্বিতীয় শনিবার একদিনেই সর্বোচ্চ ৪৪.৬ কোটি টাকা আয় করে ছবিটি, সব মিলিয়ে মোট আয় পৌঁছেছে ২৮৩.৮১ কোটি টাকায়। বিশ্লেষকদের ধারণা, দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ৩০০ কোটি টাকার ক্লাবে ঢুকবে সিনেমাটি।
তবে ভারতের এই সাফল্যের মাঝেই
আন্তর্জাতিক বাজারে ধাক্কা খেয়েছে ধুরন্ধর
। ‘পাকিস্তান-বিরোধী
থিম’-এর অভিযোগে
বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ছবিটি নিষিদ্ধ করা
হয়েছে। নির্মাতারা একে স্পাই থ্রিলার দাবি করলেও মধ্যপ্রাচ্যের দেশগুলো মুক্তির
অনুমতি দেয়নি।
বক্স অফিসে রেকর্ড আয়, অক্ষয় খান্নার এন্ট্রি দৃশ্যের ভাইরাল হওয়া এবং একই সঙ্গে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা—সব মিলিয়ে ধুরন্ধর এখন সাফল্য ও বিতর্কের কেন্দ্রে।