মুম্বাইয়ে মেসির সঙ্গে দেখা করবেন কারিনা কাপুর খান
ভারতের সফরে থাকা লিওনেল মেসির সঙ্গে দেখা করতে মুম্বাই থেকে কলকাতায় উড়ে এসেছিলেন শাহরুখ খান। সঙ্গে ছিলেন তার পুত্র আব্রাম। শাহরুখের পর এবার ফুটবলের এই তারকার সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।
জানা গেছে, কলকাতা পর্ব শেষে মেসির পরবর্তী গন্তব্য হায়দরাবাদ। সেখান থেকে তিনি মুম্বাইয়ে যাবেন। রবিবার (১৪ ডিসেম্বর) মুম্বাইয়ে নির্ধারিত কয়েকটি আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে মেসির, সেখানেই করিনার সঙ্গে তার দেখা হতে পারে।
এদিকে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকেই
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে এক নজর দেখতে উপচে পড়া ভিড় জমে। তবে মাঠে মেসিকে
ঠিকভাবে দেখতে না পারায় দর্শকদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি একপর্যায়ে
উত্তপ্ত হয়ে ওঠে। চড়া দামে টিকিট কেটেও পছন্দের তারকাকে কাছ থেকে দেখতে না পেয়ে দর্শকেরা
অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নির্ধারিত অনুষ্ঠানসূচি
শেষ হওয়ার আগেই মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।
মেসির সঙ্গে মুম্বাই পর্বে
আরও কয়েকজন তারকা দেখা করতে পারেন বলে আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, করিনার
পাশাপাশি সচিন তেন্ডুলকর, জন আব্রাহাম ও জ্যাকি শ্রফেরও মেসির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা
আছে। তবে চূড়ান্ত তালিকা এখনও নিশ্চিত নয়।
উল্লেখ্য, মেসির সঙ্গে
দেখা করতে আসার কথা আগেই জানিয়েছিলেন শাহরুখ খান এবং যুবভারতীতেও যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শনিবার মাঠে তিনি উপস্থিত ছিলেন না। যদিও পরে হোটেলে আব্রামকে সঙ্গে নিয়ে শাহরুখ
মেসির সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানেই তাদের ছবি তোলা হয়। কলকাতায় মেসির সঙ্গে ছবি
তুলতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়সহ কয়েকজনকে দেখা গেছে বলেও খবর এসেছে।