জাপানের ভূমিকম্পে প্রভাসকে ঘিরে ভক্তদের উদ্বেগ
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৬। উত্তর-পূর্ব উপকূলে জারি করা হয় সুনামি সতর্কতা। ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে দক্ষিণী সিনেমাপ্রেমীদের মধ্যে বিশেষ করে অভিনেতা প্রভাসকে নিয়ে, যিনি সম্প্রতি ‘বাহুবলী : দ্য এপিক’ এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে জাপানে অবস্থান করছেন।
প্রাথমিকভাবে প্রভাসের সঙ্গে যোগাযোগ করা না যাওয়ায় ভক্তদের উৎকণ্ঠা আরও বেড়ে যায়। অনেকেই জানতে চান, ভূমিকম্পের মধ্যেও তিনি নিরাপদে আছেন কি না। অবশেষে প্রভাসের নতুন ছবি ‘রাজা সাহেব’ এর পরিচালক মারুতি ভক্তদের আশ্বস্ত করেন।
মঙ্গলবার
প্রভাসের সঙ্গে কথা বলার পর তিনি জানান, অভিনেতা সম্পূর্ণ নিরাপদে আছেন। পাশাপাশি মারুতি
স্পষ্ট করে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রভাস এখন টোকিওতে নেই। ভক্তদের আশ্বস্ত করতে তিনি এক্স (সাবেক টুইটার) এ
পোস্টও করেন।
উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর
জাপানে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী : দ্য এপিক’। দুটি পর্ব একসঙ্গে প্রদর্শিত হতে যাওয়ায় দেশটির দর্শকদের মধ্যে ব্যাপক
উচ্ছ্বাস দেখা গেছে। এই বিশেষ আয়োজনে অংশ নিতেই প্রভাস সশরীরে সেখানে যান। এদিকে মঙ্গলবার
(৯ ডিসেম্বর) সকালে জাপান প্রশাসন জানায়, শক্তিশালী কম্পনের পর পরিস্থিতি আপাতত স্থিতিশীল। প্রথম ধাক্কার পর বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা থাকলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।