আসছে ‘থ্রি ইডিয়টস ২’
বলিউডের জনপ্রিয়তম চলচ্চিত্রগুলোর একটি রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’। ২০০৯ সালে মুক্তির পর থেকেই আমির খান, কারিনা কাপুর, আর মাধবন ও শারমন জোশি অভিনীত ছবিটি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়। বছর পেরোলেও ছবিটির আবেদন কমেনি; বরং প্রজন্ম বদলালেও ‘থ্রি ইডিয়টস’ এর আবেগ, হাস্যরস আর বার্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
দীর্ঘদিন ধরেই ছবিটির সিক্যুয়েল
নিয়ে দর্শকের কৌতূহল ছিল। এ নিয়ে নানা সময়ে গুঞ্জন শোনা গেলেও এবার সেই অপেক্ষায় নতুন
ইঙ্গিত মিলেছে। ভারতের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘থ্রি ইডিয়টস ২’ নির্মাণের প্রস্তুতি চলছে।
পিংকভিলা’র প্রতিবেদনে দাবি করা হয়, পরিচালক রাজকুমার হিরানি ইতোমধ্যে ‘থ্রি ইডিয়টস ২’ এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। পরিকল্পনা অনুযায়ী
২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ছবির শুটিং শুরু হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিক্যুয়েলে
দেখা যাবে আগের ছবির মূল চার তারকাকেই- আমির খান, কারিনা কাপুর খান, আর মাধবন ও শারমন জোশি।
প্রতিবেদন অনুযায়ী, চিত্রনাট্য
নিয়ে নির্মাতা ও টিম বেশ উচ্ছ্বসিত। তাদের ভাষ্য, প্রথম ছবির আবেগ, হাস্যরস ও জীবনবোধের
ধারাবাহিকতা নতুন স্ক্রিপ্টেও বজায় রয়েছে। নতুন কাহিনি শুরু হবে ঠিক সেখান থেকেই, যেখানে
২০০৯ সালের ছবিটি শেষ হয়েছিল। প্রায় ১৫ বছর পর র্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবন কোন
পথে এগিয়েছে সেই গল্পই এবার এগোবে নতুন পর্বে।
এদিকে প্রতিবেদনে আরও উল্লেখ
করা হয়, আমির খান ও রাজকুমার হিরানির পরিকল্পিত দাদাসাহেব ফালকে জীবনীচিত্রের কাজ আপাতত
স্থগিত রয়েছে। কারণ, চিত্রনাট্য নিয়ে তারা এখনও পুরোপুরি সন্তুষ্ট নন।
উল্লেখ্য, প্রথম ‘থ্রি ইডিয়টস’ ছিল তিন বন্ধুকে ঘিরে নির্মিত এক আবেগঘন গল্প যেখানে প্রকৌশল শিক্ষার কঠোর বাস্তবতা এবং জীবনের দর্শনকে হাস্যরসের
মোড়কে তুলে ধরা হয়েছিল। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা জনপ্রিয় বিনোদনধর্মী
চলচ্চিত্রসহ তিনটি পুরস্কারও অর্জন করে। ফলে দর্শকের আবেগ ও জনপ্রিয়তা বিবেচনায়, সম্ভাব্য
সিক্যুয়েল ঘিরে এখন থেকেই বাড়ছে আগ্রহ ও উত্তেজনা।