শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে যা বললেন বাঁধন
ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রাজপথে উপস্থিত থাকার পাশাপাশি সামাজিক মাধ্যমে লেখালেখির মাধ্যমে তিনি জনগণের পাশে থাকার বার্তা দিয়েছেন। সে সময় শেখ হাসিনার পতনের পর বিজয়ের উচ্ছ্বাসে তিনি রিকশায় ঢাকায় ঘুরেছিলেন।
সম্প্রতি বাঁধন নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনার সঙ্গে একটি পুরোনো হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে স্মৃতিচারণ করেন। ছবিটি নিয়ে তিনি বলেন, সেই মুহূর্তে শেখ হাসিনার হাসিটা তার কাছে সত্যি মনে হয়েছিল এবং তখনই মনে হয়েছিল, তিনি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত।
তবে বাঁধন লিখেছেন, সময়ের সঙ্গে উপলব্ধি করেছেন—ক্ষমতা মানুষকে শয়তানেও পরিণত করতে পারে। তিনি আরও বলেছেন, শুধু হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করার অর্থ হলো প্রধানমন্ত্রী হওয়ার পথে থাকা নয়। তিনি মানুষের কথা বলছেন এবং দেশের মানুষের পাশে রয়েছেন।
সামাজিক মাধ্যমে সমালোচনার জবাবে বাঁধন বলেছেন, ‘আমাকে আক্রমণ করার চেয়ে দেশের নারীদের সঙ্গে একই আচরণ করাই বেশি দুঃখজনক। মানুষ হিসেবে সঠিক আচরণ করাও এখন কঠিন হয়ে গেছে।’
এবারের প্রকাশ্য পোস্টে বাঁধন রাজনৈতিক সমালোচনার প্রেক্ষাপটে মানবিক দৃষ্টিভঙ্গি ও নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।