তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের
সিনেমা, নাটক ও সংগীতসহ দেশের বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখ সাম্প্রতিক সময়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন, কেউ স্থায়ীভাবে, কেউ আবার দেশে ফিরে সীমিত পরিসরে কাজ করছেন।
বিনোদন জগতে এই বাড়তে থাকা বিদেশমুখী প্রবণতা নিয়ে এবার প্রকাশ্যে কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তার মতে দেশে কাজের সংকট থাকার কারণে তারকারা দেশ ছাড়ছেন।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে মিশা সওদাগর বলেন, ‘কাজ না থাকলে শিল্পীদের কী করার আছে?’ তিনি স্মরণ করেন, একসময় দিনে চার-পাঁচটি সিনেমার কাজ করতেন তিনি; সকাল থেকে গভীর রাত পর্যন্ত শুটিং চলত। কিন্তু এখন চলচ্চিত্রকেন্দ্রিক কাজের জায়গা এফডিসি কার্যত স্থবির।
মিশার মতে, যেসব শিল্পী দেশ ছেড়েছেন, তাদের কারও
মন চায়নি চলে যেতে। তিনি উদাহরণ হিসেবে অমিত হাসান, মৌসুমী, ইমন, আলেকজান্ডার বোসহ
কয়েকজনের নাম উল্লেখ করেন এবং বলেন, মাহিয়া মাহিও বর্তমানে যুক্তরাষ্ট্রে। কাজ থাকলে তারা কেউই যেত না, মন্তব্য করেন তিনি।
নিজের প্রসঙ্গ টেনে মিশা
জানান, তার পরিবার স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকে এবং তিনিও বছরের বড় একটি সময় সেখানে
কাটান। শিল্পীদের জীবনযাত্রার চাপের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, কাজ থাকুক বা
না থাকুক শিল্পীদের অনেক কিছু ‘মেইনটেইন’ করতে হয়; চেহারা, পোশাক, গাড়ি, মোবাইল, বাসার পরিবেশ সবকিছুরই একটি মান ধরে রাখতে হয়। আমরা কাজ
করি পরিবারের জন্য, বেঁচে থাকার তাগিদে। কিন্তু কাজই যদি না থাকে, ইনকাম বন্ধ হয়ে যায় ,তখন একজন শিল্পী কী করবে? বলেন মিশা।
মিশা সওদাগরের দাবি, বিদেশে
গেলে অন্তত স্থায়ীভাবে কাজের সুযোগ পাওয়া যায় এবং পরিবার নিয়ে টিকে থাকা সহজ হয়। তাই
অনেকেই বাধ্য হয়ে দেশ ছাড়ছেন এটা ব্যক্তিগত পছন্দের চেয়ে পরিস্থিতির চাপ বলেই
তিনি মনে করেন। একই সঙ্গে তিনি আশাবাদও জানান, স্থানীয় চলচ্চিত্র শিল্পে কাজের পরিমাণ
বাড়লে শিল্পীরা আবার দেশে ফিরবেন।