ভিত্তিহীন রাজনৈতিক বক্তব্যে অপূর্বর হুঁশিয়ারি
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা
জিয়াউল ফারুক অপূর্বর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও
বিতর্কিত রাজনৈতিক বক্তব্য প্রচার করা হচ্ছে। এসব বক্তব্যকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি
করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেতা। একই সাথে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে
আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (২ জানুয়ারি)
দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ভুয়া ফটোকার্ড শেয়ার করে ভক্ত ও অনুসারীদের
সতর্ক করেন অপূর্ব। সাম্প্রতিক সময়ে ‘দৈনিক প্রতিবেদন’সহ বেশ কিছু ফেসবুক পেজ ও আইডি
থেকে অপূর্বর ছবি ব্যবহার করে নানা রাজনৈতিক উক্তি ছড়িয়ে দেওয়া হয়।
শেয়ার করা ভুয়া ফটোকার্ডগুলোর
একটিতে লেখা ছিল, ‘স্বৈরাচার তাড়াতে রাস্তায় নামলাম আর আজ প্রশ্ন জাগে, সত্যিই কি স্বৈরাচার
বিদায় হলো নাকি আরও বড় স্বৈরাচারের হাতে পড়লাম।’ অন্যটিতে লেখা ছিল, ‘কোথাও স্বাধীনতা
নেই। সব সময় ভয়ে থাকি কখন যে জীবনটাই শেষ হয়ে যায়। তাহলে কি আগের স্বৈরাচারই ভালো ছিল?’
এসব বক্তব্য তার নয় বলে
স্পষ্ট জানিয়ে অপূর্ব তার ফেসবুক পোস্টে লেখেন, ‘এ ধরনের ভুয়া নিউজ ও বিবৃতি প্রকাশ
থেকে বিরত থাকুন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, এবারই প্রথম নয়, এর আগে গত আগস্টেও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপূর্বর ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা অপপ্রচার চালানো হয়েছিল। সে সময়ও অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন এই তারকা। প্রযুক্তির অপব্যবহার করে বারবার তাকে হেনস্তা করার চেষ্টায় বিব্রত ও ক্ষুব্ধ বিনোদন অঙ্গনের এই জনপ্রিয় মুখ।