নতুন বছরে শোবিজ অঙ্গন তারকাদের নতুন প্রত্যাশা
পুরোনো বছরের হিসাব পেছনে
ফেলে শুরু হয়েছে ইংরেজি নববর্ষ ২০২৬। নতুন বছরকে স্বাগত জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে
শুভেচ্ছা ও প্রত্যাশার বার্তায় মুখর দেশের শোবিজ অঙ্গন।
সংগীতশিল্পী পড়শী লিখেছেন,
‘শুভ সকাল ২০২৬, ভালো কাটুক সবার।’
চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি মজার ছলে বলেন, ‘নতুন বছরে একটাই চাওয়া—কপালের
টিপটা যেন ঠিকঠাক মাঝখানে পরতে পারি।’
অভিনেত্রী চিত্রলেখা গুহ নতুন
বছরে সবার জন্য সুস্থতা, শান্তি ও নিরাপদ জীবনের কামনা করেন।
অভিনেতা ইরফান সাজ্জাদ আশা প্রকাশ করেন, নতুন বছর বাঙালি জাতিকে আরও পরিণত করবে এবং
একটি সুন্দর দেশ গড়ার শক্তি দেবে।
ওমরা পালনরত অভিনেত্রী দীপা
খন্দকার মক্কা থেকে শুভেচ্ছা জানিয়ে নতুন বছরকে বিশেষ বলে উল্লেখ করেন।
ডলি সায়ন্তনী লেখেন, ‘২০২৬ হোক শান্তি ও সৌন্দর্যের নতুন অধ্যায়।’
অর্চিতা স্পর্শিয়া দুই হাত বাড়িয়ে নতুন বছরকে স্বাগত জানান।
পিয়া জান্নাতুল আবেগঘন পোস্টে
ফেলে আসা বছরের চড়াই-উতরাইয়ের কথা তুলে ধরেন।
হানিফ সংকেত প্রত্যাশা করেন, নতুন বছরে মানুষে মানুষে ভালোবাসা বাড়ুক, মানবতা জেগে
উঠুক।
শাকিব খান সংক্ষিপ্ত শুভেচ্ছা
জানালেও নতুন বছরে তার একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় ভক্তরা।
জয়া আহসান সতর্ক করে বলেন, আনন্দ উদযাপন যেন কখনো অন্যের ক্ষতির কারণ না হয়।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী
শব্দদূষণ ও আতশবাজির বিরুদ্ধে ক্ষোভ জানান।
এছাড়া সানিয়া সুলতানা লিজা, নাসরিন আক্তার বিউটি, সাজু খাদেম ও সাইদুর রহমান পাভেলও
নতুন বছরের শুভেচ্ছা জানান নিজ নিজ বার্তায়।
সব মিলিয়ে আনন্দ, প্রার্থনা, মানবিকতা আর ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় শুরু হলো নতুন বছর ২০২৬।