“শিক্ষক-কর্মচারীদের অবস্থান: বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি”
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা রোববার (১২ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধিসহ মোট তিনটি দাবির বাস্তবায়নের জন্য সরকারের কাছে সময় বেঁধে দিয়েছেন।
দাবি না মানা হলে সোমবার (১৩ অক্টোবর) থেকে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। আন্দোলনের নেতৃত্বে থাকা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি জানান, সরকারের দ্রুত প্রজ্ঞাপন জারি না হলে মঙ্গলবার থেকে দেশজুড়ে কর্মবিরতি চালানো হবে। পাশাপাশি অর্থ মন্ত্রণালয় থেকে নির্ধারিত পরিপত্র না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন তিনি।
এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশ নেবেন। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শিক্ষকদের সঙ্গে একাত্মতা দেখানোর জন্য অংশগ্রহণ করতে পারেন।
শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষকরা যেসব বাড়ি ভাড়া সংক্রান্ত দাবি তুলেছেন তা দ্রুত নিষ্পত্তির জন্য ইতিমধ্যে বহুমাত্রিক আলোচনার কাজ চলছে। একজন অর্থ বিভাগের উপসচিব জানান, প্রস্তাবিত বাড়ি ভাড়া শতাংশ পুনর্বিবেচনা করা হচ্ছে এবং অর্থের উৎস ও আর্থিক সক্ষমতা খতিয়ে দেখা হচ্ছে। যদিও নির্দিষ্ট পরিপত্র জারির সময় এখনও ঠিক করা হয়নি।