রমজান আসার আগেই ডালের দাম বেড়ে যাচ্ছে!
রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে দেশি মসুর, ছোলা ও অ্যাংকর ডালের দাম মাসখানেক ধরে বাড়ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, রমজানকে সামনে রেখে পাইকাররা আগে থেকেই দাম বৃদ্ধি করছে, যদিও আমদানিকারকরা দাম বৃদ্ধির সঙ্গে রমজানের কোনো সম্পর্ক নেই বলে জানান।
বাজারে তাজা তথ্য অনুযায়ী:
১. দেশি মসুর (ছোট দানা) ডালের কেজি বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকা, যা এক মাস আগে ছিল ১৪০-১৪৫ টাকা।
২. ছোলার দাম বেড়ে ১০০-১১৫ টাকা কেজি, আগের ৯৫-১০০ টাকার তুলনায়।
৩. অ্যাংকর ডাল বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি, যা আগের ৬০-৬৫ টাকা ছিল।
টিসিবি ও ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, দেশি ডালের দাম বৃদ্ধি সামান্য: মসুর ডালের দাম ২ শতাংশ, ছোলার ৫ শতাংশ বেড়েছে।
ডাল আমদানিকারকরা জানান, দেশে স্থানীয় উৎপাদন দুই মাসের চাহিদা মেটাতে পারে, বাকি সময় আমদানির ওপর নির্ভরতা থাকে। বর্তমানে অস্ট্রেলিয়া ও কানাডা থেকে বেশি ডাল আসে। নভেম্বর থেকে ডালের আমদানি বাড়লে দামও স্বাভাবিক হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ডালের চাহিদা প্রতিবছর ২৬-২৭ লাখ টন। এর মধ্যে স্থানীয় উৎপাদন ১০ লাখ টন, বাকি প্রায় ১৭ লাখ টন আমদানি করা হয়।