ওপেক প্লাসের উৎপাদন বৃদ্ধিতে বেড়েছে আন্তর্জাতিক কাঁচা তেলের দাম!
জ্বালানি তেল উত্তোলক ও রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস দৈনিক জ্বালানি উৎপাদন প্রায় ১ লাখ ৩৭ হাজার ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়িয়েছে।
বর্তমানে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ৬৫ ডলারের ওপরে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) বিক্রি হচ্ছে প্রায় ৬১ ডলারে। আগামী নভেম্বর থেকে ওপেক প্লাসের এই উৎপাদন বৃদ্ধির প্রভাব বাজারে ধীরে ধীরে পড়তে শুরু করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিশ্ববাজারে কাঁচা তেলের মূল্যের এই বৃদ্ধি বিভিন্ন কারণে সাপোর্ট পাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. চীনের শিল্প উৎপাদন ও জ্বালানি চাহিদা বৃদ্ধি, যা এশিয়ার দেশগুলিতে তেলের চাহিদাকে উস্কে দিয়েছে।
২. মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, যা সরবরাহ শৃঙ্খলাকে অস্থির করেছে।
৩. মুদ্রাস্ফীতি ও ডলারের মানের ওঠানামা, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারকে প্রভাবিত করছে।
বিশ্লেষকরা মনে করছেন, উৎপাদন বৃদ্ধির পরও অল্প সময়ের জন্য তেলের দাম স্থিতিশীল হবে, কারণ চাহিদা দ্রুত বেড়ে চলেছে। তবে দীর্ঘমেয়াদি বাজারের দিক থেকে উৎপাদন বৃদ্ধি সাময়িক চাপ হ্রাস করতে পারলেও মূলত চাহিদার চাপ এবং রাজনৈতিক অস্থিরতা মূল্যকে উচ্চ রাখবে।